আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৮. হযরত শুরায়হ (হারিসের পুত্র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর এক সাহাবীকে বলতে শুনেছি। নবী (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেনঃ হে আদম সন্তান! আমার উদ্দেশ্যে উঠে দাঁড়াও, আমি তোমার দিকে হেঁটে আসব। তুমি আমার দিকে সাধারণ গতীতেও হেঁটে আস, আমি তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসব।
(আহমাদ (র) হাদীসটি সহীহ্ সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4798- وَعَن شُرَيْح هُوَ ابْن الْحَارِث قَالَ سَمِعت رجلا من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل يَا ابْن آدم قُم إِلَيّ أمش إِلَيْك وامش إِلَيّ أهرول إِلَيْك

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান