আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৮৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮৭. হযরত আবদুল্লাহ ইবন মা'কিল (র) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি এবং আমার পিতা ইবন মাসউদ (রা)-এর কাছে গেলাম। অতঃপর আমার পিতা ইবন মাসউদ (রা)-কে বললেন আপনি কি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, লজ্জিত হওয়া তাওবা স্বরূপ? তিনি বললেন: জ্বী হ্যাঁ।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4787 - وَعَن عبد الله بن معقل قَالَ دخلت أَنا وَأبي على ابْن مَسْعُود رَضِي الله عَنهُ فَقَالَ لَهُ أبي سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول النَّدَم تَوْبَة قَالَ نعم

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান