আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৮২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮২. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে উপদেশ দিন। তিনি বললেন: তুমি তোমার সাধ্যমত আল্লাহ ভীতির পথ অবলম্বন কর, যে কোন প্রস্তর ও বৃক্ষের (সৃষ্টির) বিষয় নিয়ে আল্লাহর কথা স্মরণ কর এবং তুমি যে কোন মন্দ কাজ করে ফেল, তজ্জন্য নতুন করে তাওবা কর; গোপন অপরাধের জন্যে গোপনে এবং প্রকাশ্য অপরাধের জন্য প্রকাশ্যে।
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে আতা মু'আযের সাক্ষাৎ লাভ করেননি। বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন; কিন্তু তিনি আতা ও মু'আযের মাঝে এমন এক ব্যক্তির মধ্যস্থতা উল্লেখ করেছেন, যার নাম তিনি বলেন নি।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4782- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أوصني قَالَ عَلَيْك بتقوى الله مَا اسْتَطَعْت وَاذْكُر الله عِنْد كل حجر وَشَجر وَمَا عملت من سوء فأحدث لَهُ تَوْبَة السِّرّ بالسر وَالْعَلَانِيَة بالعلانية

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن إِلَّا أَن عَطاء لم يدْرك معَاذًا وَرَوَاهُ الْبَيْهَقِيّ فَأدْخل بَينهمَا رجلا لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান