আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৮০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৮০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরায়শ গোত্রের লোকেরা নবী (ﷺ)-কে বলল। আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে দু'আ করুন, যাতে তিনি সাফা পর্বতকে আমাদের জন্য সোনায় পরিণত করে দেন। সাফা পর্বত যদি সত্যিই সোনায় পরিণত হয়, তবে আমরা আপনার অনুসরণ করব। তখন তিনি তাঁর প্রতিপালকের কাছে দু'আ করলেন। অতঃপর জিব্রীল (আ) তাঁর কাছে এসে বললেন : আপনার প্রতিপালক আপনাকে সালাম বলছেন এবং আপনাকে বলছেন: আপনি যদি চান, তবে আমি তাদের জন্য সাফা পর্বতকে সোনায় পরিণত করে দেই, কিন্তু তাদের মধ্য থেকে যেই (এরপর) কুফরী করবে, আমি তাকে এমন শাস্তি দেব, যা আমি বিশ্বের কাউকে দেব না। পক্ষান্তরে আপনি যদি চান, তবে আমি তাদের জন্য তাওবা ও রহমতের দরজা উন্মুক্ত রাখব। নবী বললেন: বরং তাওবা ও রহমতের দরজা উন্মুক্ত রাখুন।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4780- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَت قُرَيْش للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ادْع لنا رَبك يَجْعَل لنا الصَّفَا ذَهَبا فَإِن أصبح ذَهَبا اتَّبَعْنَاك فَدَعَا ربه فَأَتَاهُ جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ إِن رَبك يُقْرِئك السَّلَام وَيَقُول لَك إِن شِئْت أصبح لَهُم الصَّفَا ذَهَبا فَمن كفر مِنْهُم عَذبته عذَابا لَا أعذبه أحدا من الْعَالمين وَإِن شِئْت فتحت لَهُم بَاب التَّوْبَة وَالرَّحْمَة
قَالَ بل بَاب التَّوْبَة وَالرَّحْمَة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান