আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৭৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৭৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেনঃ প্রত্যেক আদম-সন্তানই (অল্প বিস্তর) অপরাধী, তবে উত্তম অপরাধী হচ্ছে তাওবাকারীরা।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম (র) সকলেই হাদীসটি আলী ইবন মাস'আদা-এর সূত্রে বর্ণনা করেছেন। তিরমিযী বলেনঃ হাদীসটি গরীব। "কাতাদাহ থেকে আলী ইবন মাস'আদার সূত্রে বর্ণিত।" এ সনদ ব্যতীত এ হাদীসের অন্য কোন সনদ আমার জানা নেই। হাকিম বলেন। এর সনদ সহীহ্।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4777- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي قَالَ كل ابْن آدم خطاء وَخير الْخَطَّائِينَ التوابون

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم كلهم من رِوَايَة عَليّ بن مسْعدَة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث عَليّ بن مسْعدَة عَن قَتَادَة وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান