আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৭৭৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৭৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিন পাপী হচ্ছে তাওবাকারী ও ক্ষমা প্রার্থনাকারী। অতএব, যে ব্যক্তি তাওবা ও ক্ষমা প্রার্থনার পর মৃত্যুবরণ করল সে সৌভাগ্যবান।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী 'আস সাগীর' 'আল-আওসাত'-এ এ হাদীস উল্লেখ করে বলেনঃ হাদীসে উক্ত واه শব্দের অর্থ গুণাহগার এবং راقع শব্দের অর্থ তাওবাকারী ও ক্ষমতা প্রার্থনাকারী।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4775- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُؤمن واه راقع فسعيد من هلك على رقعه

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَقَالَ معنى واه مذنب وراقع يَعْنِي تائب مُسْتَغْفِر
tahqiqতাহকীক:তাহকীক চলমান