আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
ছায়া ও রৌদ্রের মাঝে বসার ব্যাপারে সতর্কীকরণ এবং কিল্লামুখী হয়ে বসার জন্য উৎসাহ প্রদান
৪৬৯২. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় যে কোন বস্তুর মর্যাদা রয়েছে, তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ মজলিস হচ্ছে কিবলামুখী মজলিস।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। উল্লিখিত হাদীসগুলো ব্যতীত এ অধ্যায়ে উল্লেখযোগ্য আরও বহু হাদীস রয়েছে, যেগুলো আপত্তির উর্ধ্বে নয়।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। উল্লিখিত হাদীসগুলো ব্যতীত এ অধ্যায়ে উল্লেখযোগ্য আরও বহু হাদীস রয়েছে, যেগুলো আপত্তির উর্ধ্বে নয়।
كتاب الأدب
التَّرْهِيب من الْجُلُوس بَين الظل وَالشَّمْس وَالتَّرْغِيب فِي الْجُلُوس مُسْتَقْبل الْقبْلَة
4692- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لكل شَيْء شرفا وَإِن أشرف الْمجَالِس مَا اسْتقْبل بِهِ الْقبْلَة
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه أَحَادِيث غير هَذِه لَا تسلم من مقَال
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه أَحَادِيث غير هَذِه لَا تسلم من مقَال