আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
ক্রোধের প্রতি ভীতি প্রদর্শন এবং তা দূর করা ও সংবরণ করার প্রতি অনুপ্রেরণা এবং ক্রোধের সময় করণীয়
৪১৯০. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যার মধ্যে তিনটি স্বভাব থাকবে, আল্লাহ্ তাকে নিজ রহমতের আঁচলে অশ্রয় দেবেন, নিজ রহমত দ্বারা তার ত্রুটিগুলো ঢেকে দেবেন এবং তাকে তাঁর প্রিয়জনের অন্তর্ভুক্ত করে নেবেন। তাহল : ১. তাকে দান করা হলে, সে কৃতজ্ঞতা প্রকাশ করে, ২. প্রতিশোধ নেয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যে শত্রুকে ক্ষমা করে এবং ৩. সে ক্রোধান্বিত হলে ক্রোধ সংবরণ করে।
(হাকিম (র) উমার ইবনে রাশিদ হতে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَضَب وَالتَّرْغِيب فِي دَفعه وكظمه وَمَا يفعل عِنْد الْغَضَب
4190- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ آواه الله فِي كنفه وَستر عَلَيْهِ برحمته وَأدْخلهُ فِي محبته من إِذا أعطي شكر وَإِذا قدر غفر وَإِذا غضب فتر

رَوَاهُ الْحَاكِم من رِوَايَة عمر بن رَاشد وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান