আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
ক্রোধের প্রতি ভীতি প্রদর্শন এবং তা দূর করা ও সংবরণ করার প্রতি অনুপ্রেরণা এবং ক্রোধের সময় করণীয়
৪১৮৪. হযরত ইবনে মুসায়্যিব (রা) থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সাহাবীদের নিয়ে বসাছিলেন। হঠাৎ এক ব্যক্তি হযরত আবু বকর (রা)-কে (গালমন্দ করে) কষ্ট দিল। হযরত আবু বকর (রা) নীরব থাকলেন। এরপর সে দ্বিতীয়বারের মত তাঁকে কষ্ট দিল। হযরত আবু বকর (রা) এবারও নীরব থাকলেন। পরে সে তাঁকে তৃতীয়বারের মত কষ্ট দিল। তখন হযরত আবু বকর (রা) তার (জবাব দিয়ে) প্রতিশোধ নেন। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) চলে যান। হযরত আবু বকর (রা) বলেন: ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হলেন? বাসুলুল্লাহ (ﷺ) বলেন: সে যা বলছিল, একজন ফিরিশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে তা মিথ্যা প্রতিপন্ন করছিল। আর যখন তুমি প্রতিশোধ নিলে, তখন ফিরিশতা চলে গেল এবং শয়তান সেখানে বসে গেল। সুতরাং আমি শয়তানের সাথে বসার নই।
(আবু দাউদ (র) মুরসাল সনদে আর মুত্তাসিল সুত্রে মুহাম্মাদ ইবনে গায়লান হতে, তিনি সাঈদ ইবনে আবু সাঈদ মাকবুরী হতে, তিনি হযরত আবু হুরায়রা (রা) হতে অনুরূপ বর্ণনা করেন। বুখারী, (র) তাঁর তারীখ গ্রন্থে মুরসাল সূত্রকে বিশুদ্ধ বলেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَضَب وَالتَّرْغِيب فِي دَفعه وكظمه وَمَا يفعل عِنْد الْغَضَب
4184- وَعَن ابْن الْمسيب رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس وَمَعَهُ أَصْحَابه وَقع رجل بِأبي بكر رَضِي الله عَنهُ فآتاه فَصمت عَنهُ أَبُو بكر ثمَّ آذاه الثَّانِيَة فَصمت عَنهُ أَبُو بكر ثمَّ آذاه الثَّالِثَة فانتصر أَبُو بكر فَقَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَبُو بكر رَضِي الله عَنهُ أوجدت عَليّ يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نزل ملك من السَّمَاء يكذبهُ بِمَا قَالَ لَك فَلَمَّا انتصرت ذهب الْملك وَقعد الشَّيْطَان فَلم أكن لأجلس إِذن مَعَ الشَّيْطَان

رَوَاهُ أَبُو دَاوُد هَكَذَا مُرْسلا ومتصلا من طَرِيق مُحَمَّد بن غيلَان عَن سعيد بن أبي سعيد المَقْبُري عَن أبي هُرَيْرَة بِنَحْوِهِ وَذكر البُخَارِيّ فِي تَارِيخه أَن الْمُرْسل أصح
tahqiqতাহকীক:তাহকীক চলমান