আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৫৯
অধ্যায়ঃ শিষ্টাচার
কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার পূর্বে উঁকি মারার প্রতি ভীতি প্রদর্শন
৪১৫৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: কারো জন্য তিনটি কাজ হালাল নয়। তা হলঃ ১. যে লোকদের ইমামতি করে অথচ সে মুসল্লীদের বাদ দিয়ে কেবলমাত্র নিজের জন্য দু'আ করে। এরূপ করলে প্রকৃতপক্ষে সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল, ২. গৃহস্বামীর অনুমতি ব্যতিরেকে কারো জন্য তার ঘরের ভেতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করা। যদি সে দৃষ্টি নিক্ষেপ করে, তবে সে যেন প্রকৃতপক্ষে বিনানুমতিতে তার ঘরেই প্রবেশ করল এবং ৩. পায়খানা পেশাবের বেগ নিয়ে কেউ যেন সালাতে না দাঁড়ায়, যতক্ষণে সে বেগমুক্ত না হয়।
(আবু দাউদ (র) নিজ শব্দে, তিরমিযী (র) হাসান সনদে এবং ইবনে মাজা সংক্ষেপে বর্ণনা করেন। ইমাম আবু দাউদ (র) আবু হুরায়রা (রা) থেকেও বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يطلع الْإِنْسَان فِي دَار قبل أَن يسْتَأْذن
4159- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث لَا يحل لأحد أَن يفعلهن لَا يؤم رجل قوما فيخص نَفسه بِالدُّعَاءِ دونهم فَإِن فعل فقد خَانَهُمْ وَلَا ينظر فِي قَعْر بَيت قبل أَن يسْتَأْذن فَإِن فعل فقد دخل وَلَا يُصَلِّي وَهُوَ حقن حَتَّى يتخفف

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه مُخْتَصرا وَرَوَاهُ أَبُو دَاوُد أَيْضا من حَدِيث أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান