আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
হাস্যোজ্জ্বল চেহারা, নম্রবাক্য এবং অন্যান্য বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪০৯৭. হযরত হাসান (র) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: মানুষকে সালাম দেওয়া ও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কারো সাথে সাক্ষাৎ করায় রয়েছে দানের সাওয়াব।
(ইবনে আবুদ দুনিয়া (র) মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي طلاقة الْوَجْه وَطيب الْكَلَام وَغير ذَلِك مِمَّا يذكر
4097- وَعَن الْحسن رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من الصَّدَقَة أَن تسلم على النَّاس وَأَنت طليق الْوَجْه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَهُوَ مُرْسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান