আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৬৬
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৬৬. হযরত হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী রাফি' ইবনে মাকীস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সচ্চরিত্র কল্যাণ বয়ে আনে, অসচ্চরিত্র অকল্যাণ বয়ে আনে, সৎকাজ আয়ুকে দীর্ঘ করে এবং দান খয়রাত মানুষকে অপমৃত্যু থেকে রক্ষা করে।
(আহমাদ ও আবু দাউদ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। তবে তাদের উভয়ের বর্ণনা সূত্রে একজন অজ্ঞাতনামা বর্ণনাকারী রয়েছেন। তবে অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4066- وَعَن رَافع بن مكيث وَكَانَ مِمَّن شهد الْحُدَيْبِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حسن الْخلق نَمَاء وَسُوء الْخلق شُؤْم وَالْبر زِيَادَة فِي الْعُمر وَالصَّدَََقَة تدفع ميتَة السوء

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد بِاخْتِصَار وَفِي إسنادهما راو لم يسم وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান