আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৬৩
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৬৩. মুযায়না গোত্রীয় এক ব্যক্তি থেকে বর্ণিত। সে বলল, বলা হল, ইয়া রাসূলাল্লাহ্! মুসলিম ব্যক্তিকে কোন উত্তম বস্তু দান করা হয়েছে। তিনি বলেন: সচ্চরিত্র। সে বলল, ইয়া রাসুলাল্লাহ! মুসলমানকে সর্ব নিকৃষ্ট কোন বস্তু দান করা হয়েছে। তিনি বলেনঃ তুমি লোক সমাজে যে কাজ করতে অপসন্দ কর, তা নির্জনেও করবে না।
(আবদুর রাযযাক তাঁর কিতাবে মামার সূত্রে আবু ইসহাক হতে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(আবদুর রাযযাক তাঁর কিতাবে মামার সূত্রে আবু ইসহাক হতে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4063- وَعَن رجل من مزينة قَالَ قيل يَا رَسُول الله مَا أفضل مَا أُوتِيَ الرجل الْمُسلم قَالَ الْخلق الْحسن
قَالَ فَمَا شَرّ مَا أُوتِيَ الرجل الْمُسلم قَالَ إِذا كرهت أَن يرى
عَلَيْك شَيْء فِي نَادِي الْقَوْم فَلَا تَفْعَلهُ إِذا خلوت
رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه عَن معمر عَن أبي إِسْحَاق عَنهُ
قَالَ فَمَا شَرّ مَا أُوتِيَ الرجل الْمُسلم قَالَ إِذا كرهت أَن يرى
عَلَيْك شَيْء فِي نَادِي الْقَوْم فَلَا تَفْعَلهُ إِذا خلوت
رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه عَن معمر عَن أبي إِسْحَاق عَنهُ