আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০১৭
অধ্যায়ঃ শিষ্টাচার
অধ্যায়: শিষ্টাচার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়।
লজ্জাশীলতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং অশ্লীলতা ও নিরর্থক কথা বলার প্রতি ভীতি প্রদর্শন
৪০১৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লজ্জাশীলতা ও মিতভাষী হওয়া ঈমানের দু'টি শাখা এবং নিরর্থক কথা ও বাচালতা নিফাকের দু'টি শাখা।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান-গরীব।
আমি একমাত্র আবূ গাসসান মুহাম্মাদ ইবনে মুতাররাফ থেকে এই হাদীসের বর্ণনাসূত্র জানি।
والعی মিতভাষী।
والبذاء কথার মধ্যে অশ্লীলতার সংমিশ্রণ।
البيان বাচালতা, উদাহরণ স্বরূপ বলা যায়: ঐ সকল বক্তা যারা বক্তৃতায় অতিরিক্ত কথা বলেন এবং আল্লাহর অসন্তুষ্টি সত্ত্বেও মানুষের প্রশংসা করেন।
ইমাম তাবারানী (র) অনুরূপ নিজ শব্দে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “লজ্জাশীলতা অবলম্বন ও মিতভাষী হওয়া ঈমানের অংশ। এ দু'টো (অবলম্বনকারীকে) জান্নাতের নিকটবর্তী করে দেয় এবং জাহান্নাম থেকে দূরে রাখে। অশ্লীলতা ও নিরর্থক কথা শয়তানের পক্ষ থেকে হয়। এ দু'টো (অবলম্বনকারীকে) জাহান্নামের নিকটবর্তী করে দেয় এবং জান্নাত থেকে দূরে রাখে।" এক বেদুঈন আবু উমামা (রা)-কে বললঃ আমরা তো কবিতার মাধ্যমে কথা বলি। মিতভাষী হওয়া নির্বুদ্ধিতার লক্ষণ। তিনি বলেন, আমি বলতে চাই যে. রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আর তুমি আমাকে দুর্গন্ধময় কবিতার কাছে নিয়ে যেতে চাচ্ছ।)
كتاب الأدب
كتاب الْأَدَب وَغَيره
التَّرْغِيب فِي الْحيَاء وَمَا جَاءَ فِي فَضله والترهيب من الْفُحْش وَالْبذَاء
4017- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحيَاء والعي شعبتان من الْإِيمَان وَالْبذَاء وَالْبَيَان شعبتان من النِّفَاق

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب إِنَّمَا نعرفه من حَدِيث أبي غَسَّان مُحَمَّد بن مطرف
والعي قلَّة الْكَلَام
وَالْبذَاء هُوَ الْفُحْش فِي الْكَلَام
وَالْبَيَان هُوَ كَثْرَة الْكَلَام مثل هَؤُلَاءِ الخطباء الَّذين يخطبون فيتوسعون فِي الْكَلَام ويتفصحون فِيهِ من مدح النَّاس فِيمَا لَا يُرْضِي الله انْتهى
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِنَحْوِهِ وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحيَاء والعي من الْإِيمَان وهما يقربان من الْجنَّة ويباعدان من النَّار وَالْفُحْش وَالْبذَاء من الشَّيْطَان وهما يقربان من النَّار ويباعدان من الْجنَّة
فَقَالَ أَعْرَابِي لأبي أُمَامَة إِنَّا لنقول فِي الشّعْر العي من الْحمق فَقَالَ إِنِّي أَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وتجيئني بشعرك المنتن
tahqiqতাহকীক:তাহকীক চলমান