আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৯০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতে এমন একদল লোক রয়েছে, যাদেরকে আল্লাহ মানুষের প্রয়োজন মিটানোর নিমিত্তে সৃষ্টি করেছেন। অভাবী লোক তাদের প্রয়োজন মিটাতে তাদের দিকে দৌঁড়ে আসে। কিয়ামতের দিন তাবাই আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে।
(তাবারানী, আবু শায়খ, ইবনে হিব্বানের কিতাবুস সাওয়াব গ্রন্থে জাহম ইবনে উসমান হতে বর্ণনা করেন। তবে জাফর ইবনে মুহাম্মন তার পিতা হতে, তিনি তার দাদা হতে এই সূত্রটি অজ্ঞাত। ইবনে আবুদ দুনিয়া اصطناع المعوف অধ্যায়ে হাসান (র) থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
(তাবারানী, আবু শায়খ, ইবনে হিব্বানের কিতাবুস সাওয়াব গ্রন্থে জাহম ইবনে উসমান হতে বর্ণনা করেন। তবে জাফর ইবনে মুহাম্মন তার পিতা হতে, তিনি তার দাদা হতে এই সূত্রটি অজ্ঞাত। ইবনে আবুদ দুনিয়া اصطناع المعوف অধ্যায়ে হাসান (র) থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3990- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله خلقا خلقهمْ لحوائج النَّاس يفزع النَّاس إِلَيْهِم فِي حوائجهم أُولَئِكَ الآمنون من عَذَاب الله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب من حَدِيث الجهم بن عُثْمَان وَلَا يعرف عَن جَعْفَر بن مُحَمَّد عَن أَبِيه عَن جده وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف عَن الْحسن مُرْسلا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب من حَدِيث الجهم بن عُثْمَان وَلَا يعرف عَن جَعْفَر بن مُحَمَّد عَن أَبِيه عَن جده وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف عَن الْحسن مُرْسلا