আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৪৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অতিথির সামনে অতিথি সেবকের সামান বস্তু পরিবেশনে অনীহা এবং সামান্য বস্তু দর্শনে অতিথির তুচ্ছভাব প্রদর্শন প্রতি ভীতি প্রদর্শন
৩৯৪৩. আবদুল্লাহ ইবনে আমীরা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর একদল সাহাবী জাবির (রা)-এর অতিথি হন। তিনি তাদের নিকট রুটি এবং সিরকা পরিবেশন করেন এবং বলেন: আপনারা আহার করে নিন। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: সিরকা কতই না উত্তম তরকারী। অবস্থা হচ্ছে এরূপ: কারো বাড়ীতে অতিথি এলে এবং অতিথি সেবক তার ঘরের খানা তাদের নিকট পরিবেশনে অনীহা প্রকাশ করলে, তার ধ্বংসের জন্য তাই যথেষ্ট। আর কাওমের জন্য তাই হবে ধ্বংসের কারণ, যদি তারা অতিথি সেবকের পরিবেশিত খানাকে তুচ্ছ মনে করে।
(আহমাদ, তাবারানী ও আবু ই'আলা বর্ণিত। তবে আবু ই'আলা আরও বলেছেন: কারও কাছে কিছু পরিবেশন করা হলে এবং সে তা তুচ্ছ মনে করলে, তাই হবে তার দুষ্টলোক হওয়ার জন্য যথেষ্ট। তার কোন কোন সনদ উত্তম। তার সহীহ গ্রন্থে রয়েছে। সিরকা কতই না উত্তম তরকারী। সম্ভবত তার বর্ণনার শেষ পর্যায়ে রয়েছে انه هلاك بالرجل إلى الخ জাবির মদরাজ মারফু ব্যতীত অন্য সনদ সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ্ সর্বজ্ঞ।)
(আহমাদ, তাবারানী ও আবু ই'আলা বর্ণিত। তবে আবু ই'আলা আরও বলেছেন: কারও কাছে কিছু পরিবেশন করা হলে এবং সে তা তুচ্ছ মনে করলে, তাই হবে তার দুষ্টলোক হওয়ার জন্য যথেষ্ট। তার কোন কোন সনদ উত্তম। তার সহীহ গ্রন্থে রয়েছে। সিরকা কতই না উত্তম তরকারী। সম্ভবত তার বর্ণনার শেষ পর্যায়ে রয়েছে انه هلاك بالرجل إلى الخ জাবির মদরাজ মারফু ব্যতীত অন্য সনদ সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ্ সর্বজ্ঞ।)
كتاب البر والصلة
التَّرْهِيب أَن يحقر الْمَرْء مَا قدم إِلَيْهِ أَو يحتقر مَا عِنْده أَن يقدمهُ للضيف
3943- عَن عبد الله بن عميرَة قَالَ دخل على جَابر رَضِي الله عَنهُ نفر من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقدم إِلَيْهِم خبْزًا وخلا فَقَالَ كلوا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول نعم الإدام الْخلّ
إِنَّه هَلَاك بِالرجلِ أَن يدْخل إِلَيْهِ النَّفر من إخوانه فيحتقر مَا فِي بَيته أَن يقدمهُ إِلَيْهِم
وهلاك بالقوم أَن يحتقروا مَا قدم إِلَيْهِم
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَأَبُو يعلى إِلَّا أَنه قَالَ وَكفى بِالْمَرْءِ شرا أَن يحتقر مَا قرب إِلَيْهِ وَبَعض أسانيدهم حسن وَنعم الإدام الْخلّ
فِي الصَّحِيح وَلَعَلَّ قَوْله إِنَّه هَلَاك بِالرجلِ إِلَى آخِره من كَلَام جَابر مدرج غير مَرْفُوع وَالله أعلم
إِنَّه هَلَاك بِالرجلِ أَن يدْخل إِلَيْهِ النَّفر من إخوانه فيحتقر مَا فِي بَيته أَن يقدمهُ إِلَيْهِم
وهلاك بالقوم أَن يحتقروا مَا قدم إِلَيْهِم
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَأَبُو يعلى إِلَّا أَنه قَالَ وَكفى بِالْمَرْءِ شرا أَن يحتقر مَا قرب إِلَيْهِ وَبَعض أسانيدهم حسن وَنعم الإدام الْخلّ
فِي الصَّحِيح وَلَعَلَّ قَوْله إِنَّه هَلَاك بِالرجلِ إِلَى آخِره من كَلَام جَابر مدرج غير مَرْفُوع وَالله أعلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটি দ্বারা আমরা অনুমান করতে পারি নবী-পরিবারে খাদ্যের কেমন অভাব ছিল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাঁর খাওয়ার জন্য রুটি রাখা হয়েছিল, যেমন কোনও কোনও বর্ণনায় আছে। কিন্তু সে রুটি খেতে হলে সঙ্গে কিছু একটা লাগবে তো। তাই তিনি ব্যঞ্জন চাইলেন। কিন্তু পরিবারের লোকজন জানাল, ব্যঞ্জন বলতে কিছুই ঘরে নেই। না গোশত, না সবজি, না অন্য কিছু। আছে কেবল সিরকা। তিনি সে সিরকাই নিয়ে আসতে বললেন। তা-ই আনা হল। তিনি কি কোনও আক্ষেপ করলেন? তরকারি দেওয়া হল না বলে বিরক্তি প্রকাশ করলেন? মোটেই না। তিনি পরম আনন্দে সিরকা দিয়ে রুটি খেতে শুরু করলেন এবং সিরকার প্রশংসা করে বলতে লাগলেন, সিরকা বেশ ভালো ব্যঞ্জন। এই কৃতজ্ঞতাবোধ, এই গুণগ্রাহিতা, এই মহানুভবতা নবীচরিত্রেরই বিশেষত্ব। সিরকা দিয়ে রুটি খাওয়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করা নয়। এক উপাদেয় খাবাররূপেই তিনি তা গ্রহণ করেছেন। আল্লাহ তা'আলার প্রতিটি নি'আমত মহামূল্যবান। খাবার, তা যতই সাধারণ হোক না কেন, মানুষের প্রাণরক্ষার উপকরণ। সামান্য একটু সিরকাও মৃতপ্রায় অভুক্তের প্রাণরক্ষার কারণ হতে পারে। তাই প্রকৃতপক্ষে তুচ্ছ নয় কোনও খাবারই। সুতরাং তাচ্ছিল্য করা নয়; বরং মূল্য দিতে হবে প্রতিটি খাবারেরই। সে শিক্ষাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আচরণের মধ্যে আমরা পাই। তিনি এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার প্রতি নিরাসক্ত হওয়ারও তা'লীম দিয়েছেন। দুনিয়ার কোনওকিছুর প্রতি লোভী হয়ো না। দামি খাবারের লোভে সাধারণ খাবারকে হেলা করো না। বরং লোভ সংবরণ করে সাধারণ খাবারো সন্তুষ্ট থাকো। আল্লাহ তা'আলার পক্ষ থেকে যখন যা আসে, পরমানন্দে তাই গ্রহণ করো। ইহজীবনের সুখ এরই মধ্যে নিহিত।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কোনও খাবারকে হেলা করতে নেই। সবই আল্লাহ তা'আলার নি'আমত। তাই কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করা ও তার প্রশংসা করা উচিত।
খ. নিজ গরিবী হালের কারণে আক্ষেপ করতে নেই। আল্লাহ তা'আলা যখন যে অবস্থায় রাখেন তাতেই সন্তুষ্ট থাকা চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কোনও খাবারকে হেলা করতে নেই। সবই আল্লাহ তা'আলার নি'আমত। তাই কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করা ও তার প্রশংসা করা উচিত।
খ. নিজ গরিবী হালের কারণে আক্ষেপ করতে নেই। আল্লাহ তা'আলা যখন যে অবস্থায় রাখেন তাতেই সন্তুষ্ট থাকা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)