আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯০৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৯০৮. হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: চারটি বস্তু সৌভাগ্যের লক্ষণ। তা হলঃ ১. নেক্কার সহধর্মিনী, ২. প্রশস্ত বাসস্থান। ৩. সৎপ্রতিবেশী এবং ৪. অনুগত বাহন। আর চারটি দুর্ভাগ্যের লক্ষণ, তাহলঃ ১. অসৎ প্রতিবেশী ২. অসৎ সহধর্মিনী, ৩. অবাধ্য বাহন, এবং ৪. সংকীর্ণ বাসস্থান।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3908- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع من السَّعَادَة الْمَرْأَة الصَّالِحَة والمسكن الْوَاسِع وَالْجَار الصَّالح والمركب الهنيء
وَأَرْبع من الشَّقَاء الْجَار السوء وَالْمَرْأَة السوء والمركب السوء والمسكن الضّيق

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান