আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৭৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
প্রতিবেশীকে কষ্ট দেওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং তার অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ
৩৮৭৩. হযরত নিকদাদ ইবনে আসওয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের জিজ্ঞেস করেন, ব্যভিচার সম্পর্কে তোমাদের কী অভিমত? তারা বলল: তা তো হারাম, আল্লাহ ও তাঁর রাসুল (ﷺ) হারাম করেছেন, তা কিয়ামতের দিন পর্যন্ত হারাম থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: প্রতিবেশী নয় এমন দশজন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, একজন প্রতিবেশী মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এর চেয়ে অধিক গুনাহ। এরপর তিনি বলেনঃ চুরি সম্পর্কে তোমাদের কী অভিমত? তারা বলল: আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তা হারাম করেছেন। কাজেই তা হারাম। তিনি বলেন: প্রতিবেশী নয় এমন দশ ঘরে চুরি করা, প্রতিবেশীর ঘরে একবার চুরি করার চেয়ে অধিক কম গুনাহ।
(আহমাদ নিজ শব্দে বর্ণনা করেন। তার বর্ণনা সূত্র বিশুদ্ধ। তাবারানীর কারীর ও আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من أَذَى الْجَار وَمَا جَاءَ فِي تَأْكِيد حَقه
3873- وَعَن الْمِقْدَاد بن الْأسود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لأَصْحَابه مَا تَقولُونَ فِي الزِّنَا قَالُوا حرَام حرمه الله وَرَسُوله فَهُوَ حرَام إِلَى يَوْم الْقِيَامَة
قَالَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن يَزْنِي الرجل بِعشر نسْوَة أيسر عَلَيْهِ من أَن يَزْنِي بِامْرَأَة جَاره
قَالَ مَا تَقولُونَ فِي السّرقَة قَالُوا حرمهَا الله وَرَسُوله فَهِيَ حرَام
قَالَ لِأَن يسرق الرجل من عشرَة أَبْيَات أيسر عَلَيْهِ من أَن يسرق من جَاره

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান