আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৬৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৬৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ঐ মহান সত্তার শপথ, যিনি আমাকে সত্য বাণী দিয়ে পাঠিয়েছেন, যে ব্যক্তি ইয়াতীমের প্রতি সদয় হয়, তার সাথে নম্র ভাষায় কথা বলে এবং তার ইয়াতীম অবস্থা ও দুর্বলতার প্রতি সদয় হয় এবং আল্লাহ প্রদত্ত সম্পদ প্রাপ্তির পর তার প্রতিবেশীদের নিকট গর্বপ্রকাশ করে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে শাস্তি দেবেন না।
(তাবারানী বর্ণিত। আবদুল্লাহ ইবনে আমির (র) ব্যতীত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। আবু হাতিম (র) বলেন: তবে তিনি গ্রহণযোগ্য।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3866- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ لَا يعذب الله يَوْم الْقِيَامَة من رحم الْيَتِيم ولان لَهُ فِي الْكَلَام ورحم يتمه وَضَعفه وَلم يَتَطَاوَل على جَاره بِفضل مَا آتَاهُ الله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن عَامر وَقَالَ أَبُو حَاتِم لَيْسَ بالمتروك
tahqiqতাহকীক:তাহকীক চলমান