আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৬০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৬০. হযরত আবূ হুরায়রা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ঘরে ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, মুসলমানের ঘরের মধ্যে সেই ঘর সর্বোত্তম। আর যে ঘরে ইয়াতীমের সাথে অসদাচরণ করা হয়, সেই ঘর সর্বাপেক্ষা নিকৃষ্ট ঘর।
(ইবনে মাজাহ বর্ণিত।)
(ইবনে মাজাহ বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3860- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خير بَيت فِي الْمُسلمين بَيت فِيهِ يَتِيم يحسن إِلَيْهِ وَشر بَيت فِي الْمُسلمين بَيت فِيهِ يَتِيم يساء إِلَيْهِ
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه