আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮৩২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮৩২. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা নিজ মতামতকে প্রাধান্য দিয়ো না। তোমরা বলে থাক, মানুষ দয়া করলে আমরা দয়া করব, আর যুলুম করলে আমরাও যুলুম করব। কিন্তু তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখ। মূলত মানুষ দয়া করলে তোমরাও দয়া প্রদর্শন করবে এবং মানুষ অসদাচরণ করলেও তোমরা তাদের প্রতি যুলুম করবে না।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।
امعه - যে নিজ মতামতকে অপরের উপর প্রাধান্য দেয়।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3832- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تَكُونُوا إمعة تَقولُونَ إِن أحسن النَّاس أحسنا وَإِن ظلمُوا ظلمنَا وَلَكِن وطنوا أَنفسكُم إِن أحسن النَّاس أَن تحسنوا وَإِن أساؤوا أَن لَا تظلموا

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قَوْله إمعة هُوَ بِكَسْر الْهمزَة وَتَشْديد الْمِيم وَفتحهَا وبالعين الْمُهْملَة قَالَ أَبُو عبيد الإمعة هُوَ الَّذِي لَا رَأْي مَعَه فَهُوَ يُتَابع كل أحد على رَأْيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান