আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮২৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮২৪. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিনটি বস্তু আরশের সাথে ঝুলন্ত আছে। তা হল: ১. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সে বলে, হে আল্লাহ্! নিশ্চয়ই আমি তোমার সাথে আছি; আমি তোমার থেকে বিচ্ছিন্ন হবো না, ২. আমানত বলে, হে আল্লাহ! আমি তোমার সাথে আছি: আমি আত্মসাৎ করব না এবং ৩. নি'আমত বলে, হে আল্লাহ্! আমি তোমার সাথে আছি, আমি (কখনো) অকৃতজ্ঞ হবো না।
(বাযযার বর্ণিত।)
(বাযযার বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3824- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث متعلقات بالعرش الرَّحِم تَقول اللَّهُمَّ إِنِّي بك فَلَا أقطع وَالْأَمَانَة تَقول اللَّهُمَّ إِنِّي بك فَلَا أخان وَالنعْمَة تَقول اللَّهُمَّ إِنِّي بك فَلَا أكفر
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار