আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৯৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পিতামাতার অবাধ্য হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৯৫. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কবীরা গুনাহ হল: আল্লাহর সাথে শরীক করা, মাতা-পিতার অবাধ্য হওয়া (বিনা অপরাধে) কাউকে হত্যা করা, অতীত কালের কোন বিষয়ের কসম করা।
(বুখারী বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عقوق الْوَالِدين
3795- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْكَبَائِر الْإِشْرَاك بِاللَّه وعقوق الْوَالِدين وَقتل النَّفس وَالْيَمِين الْغمُوس

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান