আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৮৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৮৯. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল: আমি একটি গুরুতর পাপ করেছি। সুতরাং আমার জন্য তাওবার কোন ব্যবস্থা আছে কি? তিনি জিজ্ঞেস করলেন। তোমার মা (জীবিত) আছে কি? সে বলল: না। তিনি (পুনরায়) জিজ্ঞেস করলেন: তোমার কোন খালা (জীবিত) আছে কি? সে বলল: হাঁ। তখন তিনি বললেন। তুমি তার সাথে সদাচরণ কর।
(ইমাম তিরমিযী (র) নিজ শব্দে, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তবে ইবনে হিব্বান ও হাকিম (র)-এর বর্ণনায় আছে والد-এর স্থলে والدان (দ্বিবচন) রয়েছে। হাকিম (র) বলেন: বুখারী মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ্।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3789- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَقَالَ إِنِّي أذنبت ذَنبا عَظِيما فَهَل لي من تَوْبَة فَقَالَ هَل لَك من أم قَالَ لَا قَالَ فَهَل لَك من خَالَة قَالَ نعم قَالَ فبرها

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ
وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا هَل لَك والدان بالتثنية وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান