আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৭৭৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৮. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা অন্য লোকদের মেয়েদের প্রতি ক্ষমা প্রদর্শন করলে, তোমাদের মেয়েরা ক্ষমা পাবে। তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করলে, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সদাচরণ করবে। তোমার কোন ভাই তোমার নিকট ক্ষমা চাইলে, তাকে ক্ষমা করার জন্য এগিয়ে যাও, চাই সে ন্যায়ের উপর হোক, কি অন্যায়ের উপবে। যে ব্যক্তি এ কাজ করবে না, সে হাউযে কাওসারের নিকট যেতে পারবে না।
(ইমাম হাকিম (র) সুয়ায়দ সূত্রে আবু রাফি (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসের বর্ণনা সূত্র বিশুদ্ধ।
(হাফিয মুনযিরী (র) বলেন): সুয়ায়দ (র) কাতাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইবনে আবদুল আযীয একজন অপরিচিত লোক।)
(ইমাম হাকিম (র) সুয়ায়দ সূত্রে আবু রাফি (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসের বর্ণনা সূত্র বিশুদ্ধ।
(হাফিয মুনযিরী (র) বলেন): সুয়ায়দ (র) কাতাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইবনে আবদুল আযীয একজন অপরিচিত লোক।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3778- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عفوا عَن نسَاء النَّاس تعف نِسَاؤُكُمْ وبروا آبَاءَكُم تبركم أبناؤكم وَمن أَتَاهُ أَخُوهُ متنصلا فليقبل ذَلِك محقا كَانَ أَو مُبْطلًا فَإِن لم يفعل لم يرد على الْحَوْض
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة سُوَيْد عَن أبي رَافع عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ سُوَيْد عَن قَتَادَة هُوَ ابْن عبد الْعَزِيز واه
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة سُوَيْد عَن أبي رَافع عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ سُوَيْد عَن قَتَادَة هُوَ ابْن عبد الْعَزِيز واه