আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৩২
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩২. হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিনটি বস্তু সম্পর্কে আমি, যার হাতে আমার জীবন, তাঁর শপথ করে বলতে পারি: ১. দান করলে সম্পদ কমে না। কাজেই তোমরা দান কর, ২. কোন ব্যক্তি কারো অন্যায় ক্ষমা করলে, কিয়ামতের দিন আল্লাহ্ তার সম্মান বাড়িয়ে দেবেন এবং ৩. কোন ব্যক্তি কারো কাছে কিছু চাইলে আল্লাহ্ তার অভাবের দ্বার উন্মুক্ত করে দেন।
(আহমাদ বর্ণিত। তবে তাঁর সনদের এক ব্যক্তি নাম তিনি উল্লেখ করেন নি এবং আবু ই'আলা ও বাযযার। রাবী সূত্রে বায়যারের ত্রুটিমুক্ত সনদে আরও একটি হাদীস বর্ণিত আছে। তাবারানী তাঁর সাগীর ও আওসাত গ্রন্থে উম্মু সালামা (রা) হতে বর্ণনা করেন। তিনি বাড়িয়ে বলেছেন। কোন ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দিলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং তোমরা ক্ষমা করবে, আর আল্লাহ্ তোমাদের সম্মানিত করবেন।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3732- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن كنت لحالفا عَلَيْهِنَّ لَا ينقص مَال من صَدَقَة فتصدقوا وَلَا يعْفُو عبد عَن مظْلمَة إِلَّا زَاده الله بهَا عزا يَوْم الْقِيَامَة وَلَا يفتح عبد بَاب مَسْأَلَة إِلَّا فتح الله عَلَيْهِ بَاب فقر

رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده رجل لم يسم وَأَبُو يعلى وَالْبَزَّار وَله عِنْد الْبَزَّار طَرِيق لَا بَأْس بهَا
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط من حَدِيث أم سَلمَة وَقَالَ فِيهِ وَلَا عَفا رجل عَن مظْلمَة إِلَّا زَاده الله بهَا عزا فاعفوا يعزكم الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান