আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৩০
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩০. হযরত আবু সুফর (র) থেকে বর্ণিত। তিনি বলেন: একজন কুরায়শ জনৈক আনসারের দাত ভেঙ্গে দেয়। সে হযরত মু'আবিয়া (রা)-এর নিকট মোকাদ্দমা দায়ের করে। সে হযরত মু'আবিয়া (রা)-কে বলে, হে আমীরুল মু'মিনীন! এই লোকটি আমার একটি দাঁত ভেঙ্গে দিয়েছেন। হযরত মু'আবিয়া (রা) বলেন, আমি তার পক্ষ হতে যথাশীঘ্র তোমাকে সন্তুষ্ট করে দেব। অপর ব্যক্তি হযরত মু'আবিয়া (রা)-এর কাছে আবেদন জানাল যে, আপনার বাদীকে আপনি শান্ত করুন। আবু দারদা (রা) তাঁর নিকট তখন বসা ছিলেন। হযরত আবু দারদা (রা) বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে একটি মর্যাদা দান করেন ও তার একটি অপরাধ ক্ষমা করে দেন। তখন আনসার লোকটি বললঃ আপনি কি এই হাদীস রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেনঃ আমার দুই কান তা শুনেছে, আমার অন্তর তা সংরক্ষণ করেছে। লোকটি বলল, তবে আমি নেককাজ ছাড়ব না। হযরত মু'আবিয়া (রা) বলেনঃ অবশ্যই আমি তোমাকে বঞ্চিত করব না।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি গরীব। আবু সুফর হযরত আবু দারদা (রা) থেকে হাদীসটির শ্রুতি আমার জানা নেই এবং ইবনে মাজা (র) মারফু' সনদ সূত্রে আবু সুফর হতে এবং হযরত আবু দারদা (রা) হতে বর্ণনা করেন।" হাদীসটি মুনকাতি' না হলে এর বর্ণনা সূত্র উত্তম।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3730- وَعَن أبي السّفر قَالَ دق رجل من قُرَيْش سنّ رجل من الْأَنْصَار فاستعدى عَلَيْهِ مُعَاوِيَة فَقَالَ لمعاوية يَا أَمِير الْمُؤمنِينَ إِن هَذَا دق سني فَقَالَ لَهُ مُعَاوِيَة إِنَّا سنرضيك مِنْهُ وألح الآخر على مُعَاوِيَة شَأْنك بصاحبك وَأَبُو الدَّرْدَاء جَالس عِنْده فَقَالَ أَبُو الدَّرْدَاء رَضِي الله عَنهُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من رجل يصاب بِشَيْء فِي جسده فَيتَصَدَّق بِهِ إِلَّا رَفعه الله بِهِ دَرَجَة وَحط عَنهُ بِهِ خَطِيئَة فَقَالَ الْأنْصَارِيّ أَنْت سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سمعته أذناي ووعاه قلبِي
قَالَ فَإِنِّي أذرها لَهُ
قَالَ مُعَاوِيَة
لَا جرم لَا أخيبك
فَأمر لَهُ بِمَال

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَلَا أعرف لأبي السّفر سَمَاعا من أبي الدَّرْدَاء وروى ابْن مَاجَه الْمَرْفُوع مِنْهُ عَن أبي السّفر أَيْضا عَن أبي الدَّرْدَاء وَإِسْنَاده حسن لَوْلَا الِانْقِطَاع
tahqiqতাহকীক:তাহকীক চলমান