আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭২১
অধ্যায়ঃ হদ্দ
আত্মহত্যার প্রতি ভীতি প্রদর্শন
৩৭২১. হযরত সাহল ইবনে সা'দ (রা) থেকে বর্ণিত। একবার রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মুজাহিদ বাহিনীসহ মুশরিকদের মুখোমুখী হন এবং তাদের সাথে যুদ্ধ করেন। রাসূলুল্লাহ (ﷺ) যখন সেনা ছাউনীতে ফিরে আসেন, তখন মুশরিকরাও তাদের সেনা ছাউনীতে ফিরে যায়। রাসুলুল্লাহ্ (ﷺ)-এর সংগে এমন এক বীর যোদ্ধা ছিল যে, সে একাকী কিংবা দলবদ্ধ কাউকে ছাড়তো না। সে প্রত্যেককে লক্ষ্য করে তরবারী নিয়ে ঝাপিয়ে পড়ত। সাহাবায়ে কিরাম বলাবলি করছিলেন যে, আজ অমুকের মত কেউ বীরত্ব প্রদর্শন করতে পারে নি। তখন রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন, সাবধান! সে জাহান্নামী।
كتاب الحدود
التَّرْهِيب من قتل الْإِنْسَان نَفسه
3721- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم التقى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتلُوا فَلَمَّا مَال رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى عسكره وَمَال الْآخرُونَ إِلَى عَسْكَرهمْ وَفِي أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رجل لَا يدع لَهُم شَاذَّة وَلَا فاذة إِلَّا اتبعها يضْربهَا بِسَيْفِهِ فَقَالُوا مَا أَجْزَأَ منا الْيَوْم أحد كَمَا أَجْزَأَ فلَان فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما إِنَّه من أهل النَّار