আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৯৩
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯৩. হযরত বারা ইবনে আযিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অন্যায়ভাবে কোন মু'মিন লোককে হত্যা করার চেয়ে পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর নিকট অধিক সহজ।
(ইবনে মাজাহ উত্তম সনদে এবং বায়হাকী ও ইস্পাহানী বর্ণিত। তবে ইস্পাহনীর বর্ণনায় আরও আছেঃ "যদি আসমানবাসী ও যমীনবাসীকে একজন মু'মিনের হত্যার অপরাধে শরীক করা হয়, তাহলে আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবেন।")
(ইবনে মাজাহ উত্তম সনদে এবং বায়হাকী ও ইস্পাহানী বর্ণিত। তবে ইস্পাহনীর বর্ণনায় আরও আছেঃ "যদি আসমানবাসী ও যমীনবাসীকে একজন মু'মিনের হত্যার অপরাধে শরীক করা হয়, তাহলে আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবেন।")
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3693- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لزوَال الدُّنْيَا أَهْون على الله من قتل مُؤمن بِغَيْر حق
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَرَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني
وَزَاد فِيهِ وَلَو أَن أهل سماواته وَأهل أرضه اشْتَركُوا فِي دم مُؤمن لأدخلهم الله النَّار
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَرَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني
وَزَاد فِيهِ وَلَو أَن أهل سماواته وَأهل أرضه اشْتَركُوا فِي دم مُؤمن لأدخلهم الله النَّار