আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৯১
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাক। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! সে গুলো কি কি? তিনি বললেন : ১. আল্লাহর সাথে শরীক করা, ২. যাদু করা, ৩. আল্লাহ যার হত্যা হারাম করেছেন। যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা, ৪. সুদ খাওয়া, ৫. ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, ৬. যুদ্ধের দিন পলায়ন করা এবং ৭. সধবা বে-খবর মহিলার নামে (ব্যভিচারের) অপবাদ রটানো।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণিত।
الموبقات - ধ্বংসকারী।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3691- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات
قيل يَا رَسُول الله وَمَا هن قَالَ الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل مَال الْيَتِيم وَأكل الرِّبَا والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
الموبقات المهلكات
tahqiqতাহকীক:তাহকীক চলমান