আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৮৫
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৫. ইবনে মাজা ও বায়হাকী উভয়ে হারিস ইবনে মুখাল্লাদ হতে, তিনি হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি নারীর গুহ্যদ্বারে উপগত হবে, আল্লাহ তার দিকে তাকাবেন না।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3685- وروى ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن الْحَارِث بن مخلد عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينظر الله إِلَى رجل جَامع امْرَأَة فِي دبرهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান