আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৫৬
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৫৬. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) থেকে এমন একটি হাদীস শুনেছি, যা একবার দুইবার নয় এমন কি তিনি সাতবার গণনা করলেন। তবে এর চেয়ে অধিকবার শুনেছি: কিফল নামে বনী ইসরাঈলের এমন এক লোক ছিল, যে জীবনে কোন পাপ কাজ বাদ দেয়নি। পরে জনৈকা নারী তার নিকট এলো। সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে তাকে ষাটটি স্বর্ণমুদ্রা দিল। সে যখন তার সাথে উপগত হওয়ার ইচ্ছা করল, তখন সে কেঁপে উঠল এবং কেঁদে ফেলল। লোকটি বলল: তুমি কাঁদছ কেন? উত্তরে সে বলল: এ এমন এক অপরাধ, যা আমি কখনো করিনি। অভাব আমাকে একাজে বাধ্য করেছে। তখন সে লোকটি বলল, তুমি কি আল্লাহর ভয়ে কাঁদছ- অথচ আমি এ ব্যাপারে অধিক যোগ্য? আমি তোমাকে যা দিয়েছি, তা নিয়ে তুমি চলে যাও। আল্লাহর শপথ, আমি কখনো এহেন অপরাধ করব না। তারপর লোকটি সে রাতেই মারা গেল। তার বাড়ীর ফটকে (আল্লাহর কুদ্রতে) লেখা হল: আল্লাহ্ কিফলের অপরাধ ক্ষমা করেছেন। এতদ্দর্শনে লোকেরা বিস্ময়াভিভূত হল।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকীমে বর্ণিত। তিনি বলেনঃ
হাদীসটি সনদ সহীহ্।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকীমে বর্ণিত। তিনি বলেনঃ
হাদীসটি সনদ সহীহ্।)
كتاب الحدود
فصل
3656- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحدث حَدِيثا لَو لم أسمعهُ إِلَّا مرّة أَو مرَّتَيْنِ حَتَّى عد سبع مَرَّات وَلَكِن سمعته أَكثر من ذَلِك سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كَانَ الكفل من بني إِسْرَائِيل وَكَانَ لَا يتورع من ذَنْب عمله فَأَتَتْهُ امْرَأَة فَأَعْطَاهَا سِتِّينَ دِينَارا على أَن يَطَأهَا فَلَمَّا أرادها على نَفسهَا ارتعدت وبكت فَقَالَ مَا يبكيك قَالَت لِأَن هَذَا عمل مَا عملته وَمَا حَملَنِي عَلَيْهِ إِلَّا الْحَاجة فَقَالَ تفعلين أَنْت هَذَا من مَخَافَة الله فَأَنا أَحْرَى اذهبي فلك مَا أَعطيتك وَوَاللَّه لَا أعصيه بعْدهَا أبدا فَمَاتَ من ليلته فَأصْبح مَكْتُوبًا على بَابه إِن الله قد غفر للكفل فَعجب النَّاس من ذَلِك
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد