আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৪৮
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৪৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি মুলা'আনার আয়াত অবতরণের সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন: যে নারী এমন সকল পুরুষের নিকট গমন করে, যারা তার বংশের নয়। আল্লাহর নিকট তার কিছু পাওনা নেই। কখনো আল্লাহ্ তাকে তাঁর রহমতের অন্তর্ভুক্ত করবেন না এবং কখনো তাকে আল্লাহ্ তা'আলা জান্নাতে প্রবেশ করাবেন না। আর যে ব্যক্তি তার সন্তান অস্বীকার করে অথচ সন্তান তার দিকে তাকিয়ে আছে, কিয়ামতের দিন আল্লাহ্ তার থেকে পর্দা করবেন এবং তিনি তাকে পূর্বাপর সকলের সামনে লাঞ্ছিত করবেন।
(আবু দাউদ, নাসাঈ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(আবু দাউদ, নাসাঈ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3648- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول حِين نزلت آيَة الْمُلَاعنَة أَيّمَا امْرَأَة أدخلت على قوم من لَيْسَ مِنْهُم فَلَيْسَتْ من الله فِي شَيْء وَلنْ يدخلهَا الله فِي شَيْء وَلنْ يدخلهَا الله جنته وَأَيّمَا رجل جحد وَلَده وَهُوَ ينظر إِلَيْهِ احتجب الله مِنْهُ يَوْم الْقِيَامَة وفضحه على رُؤُوس الْأَوَّلين والآخرين
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه