আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৪০
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬৪০. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা সমবেত থাকাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) একটি দীর্ঘ হাদীস বর্ণনার এক পর্যায়ে বলেন: সাবধান! তোমরা পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত থাক। কেননা, জান্নাতের সুঘ্রাণ (চারিদিকে) এক হাজার বছরের দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়া সত্ত্বেও আল্লাহর শপথ! পিতামাতার অবাধ্য সন্তান সে ঘ্রাণ পাবে না। অনুরূপ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বৃদ্ধ ব্যভিচারী, অহংকারবশত টাখনুর নিচে বস্ত্র পরিধানকারীও। মাহাত্ম্য ও বড়াই একমাত্র সারা জাহানের প্রতিপালক আল্লাহরই জন্য।
(তাবারানী বর্ণিত। হাদীসের পূর্ণ বিবরণ عقوق الوالدين অধ্যায়ে ইনশা-আল্লাহ্ আসবে।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3640- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن مجتمعون فَقَالَ فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ وَإِيَّاكُم وعقوق الْوَالِدين فَإِن ريح الْجنَّة يُوجد من مسيرَة ألف عَام وَالله لَا يجدهَا عَاق وَلَا قَاطع رحم وَلَا شيخ زَان وَلَا جَار إزَاره خُيَلَاء إِنَّمَا الْكِبْرِيَاء لله رب الْعَالمين

رَوَاهُ الطَّبَرَانِيّ وَيَأْتِي بِتَمَامِهِ فِي العقوق إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান