আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৮৫
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৮৫. হযরত আম্মার ইবনে ইয়াসার (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তিন প্রকার লোক কখনো জান্নাতে যাবে না। তারা হলঃ দায়ূস ২. পুরুষ বেশী নারী এবং ৩. সর্বদা মদ পানে অভ্যস্ত ব্যক্তি। সাহাবায়ে কিরাম বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! মদপানে অভ্যস্ত ব্যক্তির ব্যাপারটি বুঝলাম। তবে দায়ুসের ব্যাপারটি কি? তিনি বললেন: যে ব্যক্তি তার পরিবারের কাছে বেগানা পুরুষের প্রবেশে পরোয়া করে না। পুরুষ বেশী নারী কিরূপ? তিনি বলেন: যে পুরুষের বেশ ধারণ করে।
(তাবারানী বর্ণিত। আমি তার বর্ণনাকারীকে অভিযুক্ত মনে করি না। হাদীসটির বিশুদ্ধতার অনেক প্রমাণ আছে।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3585- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة أبدا الديوث والرجلة من النِّسَاء ومدمن الْخمر قَالُوا يَا رَسُول الله أما مدمن الْخمر فقد عَرفْنَاهُ فَمَا الديوث قَالَ الَّذِي لَا يُبَالِي من دخل على أَهله
قُلْنَا فَمَا الرجلة من النِّسَاء قَالَ الَّتِي تشبه بِالرِّجَالِ

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته لَا أعلم فيهم مجروحا وشواهده كَثِيرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৮৫ | মুসলিম বাংলা