আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৮১
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৮১. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলতেনঃ আমি এ কথায় কোন পরোয়া করি না যে, শরাব পান করব অথবা আল্লাহ্ ছাড়া এই স্তম্ভগুলোর পূজা করব। অর্থাৎ আমার দৃষ্টিতে উভয় কাজে সমান পাপ।
(নাসাঈ বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3581- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَنه كَانَ يَقُول مَا أُبَالِي شربت الْخمر أَو عبدت هَذِه السارية دون الله

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৮১ | মুসলিম বাংলা