আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৭৯
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৭৯. হযরত ইবনে মুনকাদির (র) থেকে বর্ণিত। তিনি বলেছেন: হযরত ইবনে আব্বাস (রা) থেকে আমি হাদীস শুনেছি। তিনি (ইবনে আব্বাস) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শরাব পানে অভ্যন্ত ব্যক্তি যদি (তাওবা না করে) মৃত্যবরণ করে, তবে সে আল্লাহর সঙ্গে প্রতীমা পূজারীর ন্যায় সাক্ষাৎ করবে।
(আহমাদ অনুরূপ বর্ণনা করেছেন। তার বর্ণনায় বর্ণনাকারীগণ বিশুদ্ধ সনদে হাদীস বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বানের সহীহ্ গন্থে সাঈদ ইবনে জুবায়র (র) থেকে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3579- وَعَن ابْن الْمُنْكَدر قَالَ حدثت عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مدمن الْخمر إِن مَاتَ لَقِي الله كعابد وثن

رَوَاهُ أَحْمد هَكَذَا وَرِجَاله رجال الصَّحِيح وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن سعيد بن جُبَير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৭৯ | মুসলিম বাংলা