আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৬৮
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৬৮. হযরত মুগীরা ইবনে শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মদ কেনা-বেচা করে, সে যেন শূকরের গোশত মানুষের মধ্যে বণ্টন করে দিল।
(আবু দাউদ বর্ণিত।
[ইমাম খাত্তাবী (র) বলেন: এই হাদীসের অর্থ হলঃ হারামের প্রতি গুরুত্বারোপ করা ও তার প্রতি কঠোরতা প্রকাশ করা। তিনি বলেন, যে ব্যক্তি মদ বেচা-কেনা বৈধ মনে করে, সে যেন শূকরের গোশত খাওয়া বৈধ মনে করল। কেননা, উভয় বস্তু হারাম ও গুনাহ হওয়ার ব্যাপারে সমান। সুতরাং তুমি শূকরের গোশত ভক্ষণ হালাল মনে কর না। কাজেই মদ পান করাও হালাল মনে করবে না।)
(আবু দাউদ বর্ণিত।
[ইমাম খাত্তাবী (র) বলেন: এই হাদীসের অর্থ হলঃ হারামের প্রতি গুরুত্বারোপ করা ও তার প্রতি কঠোরতা প্রকাশ করা। তিনি বলেন, যে ব্যক্তি মদ বেচা-কেনা বৈধ মনে করে, সে যেন শূকরের গোশত খাওয়া বৈধ মনে করল। কেননা, উভয় বস্তু হারাম ও গুনাহ হওয়ার ব্যাপারে সমান। সুতরাং তুমি শূকরের গোশত ভক্ষণ হালাল মনে কর না। কাজেই মদ পান করাও হালাল মনে করবে না।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3568- وَعَن الْمُغيرَة بن شُعْبَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من بَاعَ الْخمر فليشقص الْخَنَازِير
رَوَاهُ أَبُو دَاوُد أَيْضا
قَالَ الْخطابِيّ معنى هَذَا توكيد التَّحْرِيم والتغليظ فِيهِ
يَقُول من اسْتحلَّ بيع الْخمر
فيستحل أكل الْخَنَازِير فَإِنَّهُمَا فِي الْحُرْمَة وَالْإِثْم سَوَاء فَإِذا كنت لَا تستحل أكل لحم الْخِنْزِير فَلَا تستحل ثمن الْخمر
انْتهى
رَوَاهُ أَبُو دَاوُد أَيْضا
قَالَ الْخطابِيّ معنى هَذَا توكيد التَّحْرِيم والتغليظ فِيهِ
يَقُول من اسْتحلَّ بيع الْخمر
فيستحل أكل الْخَنَازِير فَإِنَّهُمَا فِي الْحُرْمَة وَالْإِثْم سَوَاء فَإِذا كنت لَا تستحل أكل لحم الْخِنْزِير فَلَا تستحل ثمن الْخمر
انْتهى