আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৬৩
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৬৩. নাসাঈর বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। ব্যভিচারীর ব্যভিচারকালে ঈমান থাকে না, চোরের চুরির সময় ঈমান থাকে না, মদপানকারীর মদ পানের সময় ঈমান থাকে না। চতুর্থটি তিনি উল্লেখ করেন, কিন্তু আমি তা ভুলে গেছি। এরপর তিনি বলেনঃ সে যখন এরূপ করে, তখন ইসলামের রশি তার গর্দান থেকে খসে পড়ে। পরে সে তাওবা করলে আল্লাহ্ তার তাওবা কবুল করেন।
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3563- وَفِي رِوَايَة النَّسَائِيّ قَالَ لَا يَزْنِي الزَّانِي وَهُوَ مُؤمن وَلَا يسرق السَّارِق وَهُوَ مُؤمن وَلَا يشرب الْخمر وَهُوَ مُؤمن وَذكر رَابِعَة فنسيتها فَإِذا فعل ذَلِك فقد خلع ربقة الْإِسْلَام من عُنُقه فَإِن تَابَ تَابَ الله عَلَيْهِ