আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৫৯
অধ্যায়ঃ হদ্দ
হুদূদ (আল্লাহর আইন) প্রতিষ্ঠার প্রতি অনুপ্রেরণা এবং শিথীলতা প্রদর্শন করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৫৯. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা নিকট ও দূর নির্বিশেষে সবার মধ্যে আল্লাহর আইন কায়েম কর। এ ব্যাপারে যেন কোন নিন্দুকের নিন্দা তোমাদের অন্তরায় না হয়।
(ইবনে মাজা বর্ণিত, তাঁর বর্ণনাসূত্র বিশুদ্ধ, কেবলমাত্র রাবী'আ ইবনে নাজিদ ব্যতীত। যেহেতু আমার জানামতে আবু সাদিক ব্যতীত কোন বর্ণনাকারী তাঁর থেকে হাদীস বর্ণনা করেন নি।)
كتاب الحدود
التَّرْغِيب فِي إِقَامَة الْحُدُود والترهيب من المداهنة فِيهَا
3559- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أقِيمُوا حُدُود الله فِي الْقَرِيب والبعيد وَلَا تأخذكم فِي الله لومة لائم

رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات إِلَّا أَن ربيعَة بن ناجد لم يرو عَنهُ إِلَّا أَبَا صَادِق فِيمَا أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৫৯ | মুসলিম বাংলা