আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৫৬
অধ্যায়ঃ হদ্দ
হুদূদ (আল্লাহর আইন) প্রতিষ্ঠার প্রতি অনুপ্রেরণা এবং শিথীলতা প্রদর্শন করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৫৬. অন্য বর্ণনায় আছেঃ হযরত আবু হুরায়রা (রা) বলেছেন: চল্লিশ দিন (রাত) বৃষ্টি বর্ষিত হওয়ার চেয়ে আল্লাহর একটি আইন তাঁর যমীনে প্রতিষ্ঠা করা পৃথিবীবাসীর জন্য উত্তম।
(ইমাম নাসাঈ (র) অনুরূপ মারফু' ও মাওকুফ সনদে বর্ণনা করেন এবং ইবনে মাজা। ইবনে মাজা (র) তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: "চল্লিশ দিন বৃষ্টি বর্ষিত হওয়ার চেয়ে আল্লাহর একটি আইন তার যমীনে বাস্তবায়ন করা উত্তম"। ইমাম ইবনে মাজা (র) তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "চল্লিশ দিন বৃষ্টি বর্ষিত হওয়ার চেয়ে আল্লাহর একটি আইন তাঁর যমীনে কায়েম করা জগদ্বাসীর জন্য উত্তম"।)
(ইমাম নাসাঈ (র) অনুরূপ মারফু' ও মাওকুফ সনদে বর্ণনা করেন এবং ইবনে মাজা। ইবনে মাজা (র) তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: "চল্লিশ দিন বৃষ্টি বর্ষিত হওয়ার চেয়ে আল্লাহর একটি আইন তার যমীনে বাস্তবায়ন করা উত্তম"। ইমাম ইবনে মাজা (র) তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "চল্লিশ দিন বৃষ্টি বর্ষিত হওয়ার চেয়ে আল্লাহর একটি আইন তাঁর যমীনে কায়েম করা জগদ্বাসীর জন্য উত্তম"।)
كتاب الحدود
التَّرْغِيب فِي إِقَامَة الْحُدُود والترهيب من المداهنة فِيهَا
3556- وَفِي رِوَايَة قَالَ أَبُو هُرَيْرَة رَضِي الله عَنهُ إِقَامَة حد فِي الأَرْض خير لأَهْلهَا من أَن يمطروا أَرْبَعِينَ لَيْلَة
رَوَاهُ النَّسَائِيّ هَكَذَا مَرْفُوعا وموقوفا وَابْن مَاجَه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حد يعْمل بِهِ فِي الأَرْض خير لأهل الأَرْض من أَن يمطروا أَرْبَعِينَ صباحا
وَابْن مَاجَه فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِقَامَة حد بِأَرْض خير لأَهْلهَا من مطر أَرْبَعِينَ صباحا
رَوَاهُ النَّسَائِيّ هَكَذَا مَرْفُوعا وموقوفا وَابْن مَاجَه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حد يعْمل بِهِ فِي الأَرْض خير لأهل الأَرْض من أَن يمطروا أَرْبَعِينَ صباحا
وَابْن مَاجَه فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِقَامَة حد بِأَرْض خير لأَهْلهَا من مطر أَرْبَعِينَ صباحا