আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৩৮
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৩৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মু'মিন ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে যদি গোপন রাখে, তাহলে আল্লাহ তাকে (এর বিনিময়ে) জান্নাতে প্রবেশ করাবেন।
(তাবারানীর আওসাত ও সাগীর গ্রন্থে বর্ণিত।)
(তাবারানীর আওসাত ও সাগীর গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3538- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يرى
مُؤمن من أَخِيه عَورَة فيسترها عَلَيْهِ إِلَّا أدخلهُ الله بهَا الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير
مُؤمن من أَخِيه عَورَة فيسترها عَلَيْهِ إِلَّا أدخلهُ الله بهَا الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير