আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৩৩
অধ্যায়ঃ হদ্দ
আমার বিল-মারুফ এবং নাহী আনিল মুনকার (ভালো কাজের আদেশ দান এব মন্দকাজ থেকে বারণ করা) সম্পর্কে ভীতি প্রদর্শন এবং কথার সাথে কাজের মিল না থাকা প্রসঙ্গে
৩৫৩৩. হযরত আগার আবু মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু বকর (রা) যখন হযরত উমার (রা)-কে খলীফা নির্বাচিত করার মনস্থ করেন, তখন তিনি জনৈক লোক দ্বারা তাঁকে ডেকে আনেন। সে মতে তিনি আসেন। তখন তিনি বলেনঃ আমি আপনাকে এমন একটি কঠিন দায়িত্ব গ্রহণের জন্য ডেকেছি, যা গ্রহণকারীর জন্য খুবই বিপদ সংকুল। আপনি আল্লাহর আনুগত্য করার মাধ্যমে ভয় করুন এবং তাঁর ভীতি অবলম্বন করে আনুগত্য করুন। নিশ্চয়ই আল্লাহভীরু ব্যক্তি নিরাপদ ও রক্ষিত থাকে। বস্তুত খিলাফতের দায়িত্ব উপস্থিত। একমাত্র যোগ্য ব্যক্তি ব্যতীত কাউকে এ দায়িত্ব দেওয়া যায় না। যে শাসক (অন্যকে) সত্যের নির্দেশ দেয়, অথচ নিজে তা পালন করে না, অন্যকে ভাল করতে বলে, অথচ নিজে অন্যায় করে। অচিরেই তার আশা ছিন্নভিন্ন হয়ে যাবে এবং তার যাবতীয় নেকাজ বরবাদ হয়ে যাবে। আপনি যদি তাদের আমীর নিযুক্ত হয়ে এ সামর্থ্য রাখেন যে, আপনি তাদের রক্ত হতে হাত শুকনো রাখবেন, (অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না।) আপনার উদর তাদের সম্পদ থেকে মুক্ত রাখবেন এবং আপনার যবান তাদের মানহানীকর বাক্য প্রয়োগ হতে হিফাযত করবেন, তবে আপনি এ পদ গ্রহণ করুন। কেননা, এ কাজে আল্লাহ্-ই আপনার শক্তির উৎস।
(তাবারানী বর্ণিত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত, তবে একটি সূত্র বিচ্ছিন্ন।)
كتاب الحدود
التَّرْهِيب من أَن يَأْمر بِمَعْرُوف وَينْهى عَن مُنكر وَيُخَالف قَوْله فعله
3533- وَعَن الْأَغَر أبي مَالك قَالَ لما أَرَادَ أَبُو بكر أَن يسْتَخْلف عمر بعث إِلَيْهِ فَدَعَاهُ فَأَتَاهُ فَقَالَ إِنِّي أَدْعُوك إِلَى أَمر مُتْعب لمن وليه فَاتق الله يَا عمر بِطَاعَتِهِ وأطعه بتقواه فَإِن التقي آمن مَحْفُوظ ثمَّ إِن الْأَمر معروض لَا يستوجبه إِلَّا من عمل بِهِ فَمن أَمر بِالْحَقِّ
وَعمل بِالْبَاطِلِ وَأمر بِالْمَعْرُوفِ وَعمل بالمنكر يُوشك أَن تَنْقَطِع أمْنِيته وَأَن يحبط عمله فَإِن أَنْت وليت عَلَيْهِم أَمرهم فَإِن اسْتَطَعْت أَن تَجف يدك من دِمَائِهِمْ وَأَن تضمر بَطْنك من أَمْوَالهم وَأَن تَجف لسَانك عَن أعراضهم فافعل وَلَا قُوَّة إِلَّا بِاللَّه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান