আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫২২
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫২২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কিয়ামতের দিন এক ব্যক্তি আর এক ব্যক্তির পেছনে পেছনে হাঁটবে। (মনে হয়) যেমন সে তাকে চিনে না। এরূপ সে তাকে বলবে: তোমার কি হল, তুমি কেন আমার কাছে এসেছ অথচ তোমার ও আমার মধ্যে পরিচয় নেই? সে বলবে: তুমি আমাকে অন্যায় কাজ করতে দেখেছিলে, অথচ আমাকে নিষেধ করনি।
(রাযীন বর্ণিত গ্রন্থকার বলেনঃ আমি তাকে দেখিনি।)
(রাযীন বর্ণিত গ্রন্থকার বলেনঃ আমি তাকে দেখিনি।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3522- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا نسْمع أَن الرجل يتَعَلَّق بِالرجلِ يَوْم الْقِيَامَة وَهُوَ لَا يعرفهُ فَيَقُول لَهُ مَا لَك إِلَيّ وَمَا بيني وَبَيْنك معرفَة فَيَقُول كنت تراني على الْخَطَإِ وعَلى الْمُنكر وَلَا تنهاني
ذكره رزين وَلم أره
ذكره رزين وَلم أره