আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫০৯
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫০৯. হযরত জাবীর ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : যে সম্প্রদায়ের মধ্যে কোন এক ব্যক্তি পাপ কাজ করে, আর সেই সম্প্রদায়ের লোকেরা ক্ষমতা থাকা সত্ত্বেও তার অন্যায় কাজ বন্ধ করে না, তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহর শাস্তি তাদের উপর পতিত হবে।
(ইমাম আবু দাউদ (র) ইবনে ইসহাক সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন: আমার মনে হয় হাদীসটি ইবনে জারীর (র) জারীর থেকে বর্ণনা করেছেন। তবে তিনি তার পুত্রের নাম বলেন নি। ইবনে মাজাহ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ এবং ইস্পাহানী তাঁরা সকলে আবু ইসহাক থেকে উবায়দুল্লাহ্ ইবনে জারীর সূত্রে তার পিতা থেকে বর্ণনা করেন।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3509- وَعَن جرير بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من رجل يكون فِي قوم يعْمل فيهم بِالْمَعَاصِي يقدرُونَ على أَن يُغيرُوا عَلَيْهِ وَلَا يغيرون إِلَّا أَصَابَهُم الله مِنْهُ بعقاب قبل أَن يموتوا

رَوَاهُ أَبُو دَاوُد عَن أبي إِسْحَاق قَالَ أَظُنهُ عَن ابْن جرير عَن جرير وَلم يسم ابْنه وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه والأصبهاني وَغَيرهم عَن أبي إِسْحَاق عَن عبيد الله بن جرير عَن أَبِيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান