আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫০৫
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫০৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কেউ নিজকে খাটো মনে করো না, তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কিভাবে নিজকে খাটো মনে করি? তিনি বললেন: কোন ব্যক্তির বিবেক যখন প্রতিবাদ জরুরী মনে করে অথচ সে তা করে না, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাকে বলবেন, অমুক অমুক দিন তোমাকে কিসে প্রতিবাদ করতে বারণ করেছিল? সে বলবে: মানুষের ভয়ে। আল্লাহ তা'আলা বলবেন: আমি তো তোমার নিকট অধিক ভয়ের হকদার ছিলাম।
(ইবনে মাজাহ বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3505- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحقرن أحدكُم نَفسه قَالُوا يَا رَسُول الله وَكَيف يحقر أَحَدنَا نَفسه قَالَ يرى أَن عَلَيْهِ مقَالا ثمَّ لَا يَقُول فِيهِ فَيَقُول الله عز وَجل يَوْم الْقِيَامَة مَا مَنعك أَن تَقول فِي كَذَا وَكَذَا فَيَقُول خشيَة النَّاس فَيَقُول فإياي كنت أَحَق أَن تخشى

رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান