আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫০৩
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৫০৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম। ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা'আলা পৃথিবীবাসীর মধ্যে নেককার লোক থাকা সত্ত্বেও কি মুসীবত নাযিল করবেন, সৎলোকও কি অসৎ লোকদের সাথে ধ্বংস হবে? তিনি বললেনঃ হে আয়েশা! আল্লাহ্ তা'আলা যখন অপরাধের কারণে অপরাধীদের উপর বিপদ নাযিল করেন। অথচ সে সময় তাদের মধ্যে কিছু সৎলোকও থাকবে, ধ্বংস হওয়ার ক্ষেত্রে তারাও তাদের সাথী হবে। পরে তাদের নিয়্যত অনুসারে (কিয়ামতের দিন) উঠান হবে।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3503- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله إِن الله أنزل سطوته بِأَهْل الأَرْض وَفِيهِمْ الصالحون فيهلكون بهلاكهم فَقَالَ يَا عَائِشَة إِن الله عز وَجل إِذا أنزل سطوته بِأَهْل نقمته وَفِيهِمْ الصالحون فيصيرون مَعَهم ثمَّ يبعثون على نياتهم

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান