আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৮৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
রাষ্ট্রীয় কাজে সৎলোককে মন্ত্রী ও ভালো লোককে অন্তরঙ্গ বন্ধু নিয়োগ করার ব্যাপারে নেতা ও অন্যান্যদের প্রতি অনুপ্রেরণা
৩৪৮৫. হযরত আবু আইউব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। আল্লাহর বিধান হচ্ছে এইঃ আল্লাহ যখনই কোন নবী প্রেরণ করেন অথবা তাঁর পরে কোন খলীফা প্রেরণ করেন, তখন তার জন্য দুই জন অন্তরঙ্গ বন্ধু নির্বাচন করেন। এক বন্ধু তাকে ভাল কাজের আদেশ ও মন্দকাজ থেকে বিরত রাখে এবং অপর বন্ধু তাকে বিপদে ফেলতে কার্পণ্য করে না। যাকে তার অনিষ্ট হতে রক্ষা করা হয়েছে, সেই প্রকৃতপক্ষে রক্ষা পেয়েছে।
(বুখারী বর্ণিত।)
كتاب القضاء
ترغيب الإِمَام وَغَيره من وُلَاة الْأُمُور فِي اتِّخَاذ وَزِير صَالح وبطانة حَسَنَة
3485- وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا بعث الله من نَبِي وَلَا كَانَ بعده من خَليفَة إِلَّا لَهُ بطانتان بطانة تَأمره بِالْمَعْرُوفِ وتنهاه عَن الْمُنكر وبطانة لَا تألوه خبالا فَمن وقِي شَرها فقد وقِي

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৮৫ | মুসলিম বাংলা