আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৬৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৬৫. হযরত যায়িদ ইবনে হারিসা (রা) থেকে বর্ণিত। (তিনি বলেন,) বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: সাবধান! সাবধান! তোমাদের গোলাম তোমাদের গোলাম, তোমরা যা আহার করবে, তাদের তা আহার করাবে, তোমরা যা পরিধান করবে, তাদের তা পরিধান করাবে এবং তারা যদি এমন অপরাধ করে, যা তোমাদের নিকট অমার্জনীয়, তাহলে তাদের বিক্রি করে দেবে। হে আল্লাহর বান্দাগণ! তাদের শাস্তি দেবে না।
(আহমাদ ও তাবারানী (র) আসিম ইবনে উবায়দুল্লাহ হতে বর্ণনা করেন। কোন কোন রাবী অন্য দিকে সম্পর্কিত করেন। তিরমিযী ও হাকিম বিশ্বস্ত সনদ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মুতাবা'আত বর্ণিত হওয়ায় কোন অসুবিধা নেই।)
(আহমাদ ও তাবারানী (র) আসিম ইবনে উবায়দুল্লাহ হতে বর্ণনা করেন। কোন কোন রাবী অন্য দিকে সম্পর্কিত করেন। তিরমিযী ও হাকিম বিশ্বস্ত সনদ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মুতাবা'আত বর্ণিত হওয়ায় কোন অসুবিধা নেই।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3465- وَعَن زيد بن حَارِثَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فِي حجَّة الْوَدَاع أَرِقَّاءَكُم أَرِقَّاءَكُم أطعموهم مِمَّا تَأْكُلُونَ وَاكْسُوهُمْ مِمَّا تلبسُونَ فَإِن جاؤوا بذنب لَا تُرِيدُونَ أَن تغفروه فبيعوا عباد الله وَلَا تعذبوهم
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة عَاصِم بن عبيد الله وَقد مَشاهُ بَعضهم وَصحح لَهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم وَلَا يضر فِي المتابعات
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة عَاصِم بن عبيد الله وَقد مَشاهُ بَعضهم وَصحح لَهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم وَلَا يضر فِي المتابعات