আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৫১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৫১. হযরত আসমা বিন্‌ত আবু বকর (রা) থেকে বর্ণিত। একদা নবী (ﷺ) সূর্যগ্রহণের সালাত আদায় করেন। সালাত শেষে তিনি বলেন: সালাতরত আবস্থায় জাহান্নাম আমার নিকট এলো, তখন আমি বললাম, হে আমার প্রতিপালক! আমি তাদের (জাহান্নামীদের) দেখতে চাই। আমি জনৈকা মহিলাকে প্রত্যক্ষ করলাম। আমার ধারণা, তিনি বলেছেন: একটি বিড়াল তাকে কামড়াচ্ছে। তিনি বললেনঃ এর কারণ কি? তারা (ফিরিশতাগণ) বলল, মহিলাটি বিড়ালটি বেঁধে রেখেছিল, ফলে সেটি ক্ষুধার জ্বালায় মারা যায়।
(বুখারী শরীফ বর্ণিত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3451- وَعَن أَسمَاء بنت أبي بكر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم صلى صَلَاة الْكُسُوف فَقَالَ دنت مني النَّار حَتَّى قلت أَي رب وَأَنا مَعَهم فَإِذا امْرَأَة حسبت أَنه قَالَ تخدشها هرة قَالَ مَا شَأْن هَذِه قَالُوا حبستها حَتَّى مَاتَت جوعا

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৫১ | মুসলিম বাংলা